মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অভিষেক অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে এগারটায় ম্যাচটি শুরু হয়। এরপর বৃষ্টির হানা দেয়। বৃষ্টির আগে একটি উইকেট সংগ্রহ করে বাংলাদেশ। বৃষ্টিতে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। মাঠে নেমেই সাকিব-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাটিং লাইনে ধ্বস নামে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। সাকিব আল হাসানের ঘূর্ণি, অভিষিক্ত হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানের সিমিং বোলিংয়ে মাত্র ১২২ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩২.২ ওভারেই শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস। দীর্ঘদিন পর মাঠে ফিরে সাকিব আল হাসান নিয়েছেন চার উইকেট। আর অভিষেকেই তিন উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলার কাটার মোস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট।
স্কোর : বাংলাদেশ ৭৪/২ (২১ ওভার)
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। শুরুতেই তারা হারিয়ে বসে সুনীল অ্যামব্রিসকে। ৭ রানে থাকা অ্যামব্রিসকে ফেরান মুস্তাফিজ। এরপর একে একে যাওয়া আসার মিছিলে যোগ দেন সফরকারী ব্যাটসম্যানরা।
মাঝে কাইল মায়ার্স ও রভম্যান পাওয়েল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি তাতে। সাকিব আর হাসান মাহমুদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি তারা। পাওয়েল ২৮ আও মায়ার্স ৪০ রানে আউট হলে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। সর্বসাকুল্য ৩২ ওভার ২ বল ব্যাট করে তারা। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ১২৩ রান।
সাকিবের অন্যন্য কৃর্তি : নির্বাসনের পর নিজের ফেরার ম্যাচে আন্দ্রে ম্যাকক্যার্থিকে বোল্ড করে ঘরের মাঠে দেড়শ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লেখান সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ম্যাকক্যার্থিকে ফেরান সাকিব। আন্দ্রে ম্যাকক্যার্থিকে বোল্ড করে প্রথম উইকেট নেওয়ার পর পরপর দুই ওভারে তুলে নেন অধিনায়ক জেসন মোহাম্মদ ও এনক্রুমা বোনারকে। এখন পর্যন্ত সাকিব ৭.২ ওভারে ৮ রান দিয়ে নেন চার উইকেট। দু’টি ওভারে কোনো রানই নিতে পারেনি ক্যারিবীয়রা।
অধিনায়ক জেসন মোহাম্মদ সাকিবের বলে মুশফিকের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ১৭ রান। নিজের পরের ওভারেই নতুন ব্যাটসম্যান বোনারকে লেফ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান বিশ্বসেরা অলরাউন্ডার। বোনার রিভিউ নিয়েই নিজের উইকেট বাঁচাতে পারেননি। চলমান ম্যাচসহ সাকিব ২০৭ ম্যাচে নিয়েছেন ২৬৩ উইকেট।
অভিষেকে হাসানের তিন : ফুলার লেন্থের বলে আকিল হোসাইনকে স্লিপে লিটন দাসের ক্যাচ বানালেন হাসান। তাতে অভিষেকেই তিন উইকেটের দেখা পেলেন তরুণ এই পেসার। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছেন এই ম্যাচেই অভিষেক হওয়া পেসার হাসান মাহমুদ। নিজের ৫ম ওভারে এসে ক্রিজে থিতু হওয়া রোভম্যান পাওয়েলকে ফেরান মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে। পাওয়েলের ব্যাট থেকে আসে ২৮ রান। এর পরের বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন রেইমন রেইফারকে। কোনো রানই করতে পারেননি রেইফার।
মুস্তাফিজের দুই : দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমে শুরুতেই হাসিমুখ বাংলাদেশের। টস জিতে বল হাতে নিয়েই সাফল্য। পেসার মুস্তাফিজুর রহমান আঘাত হানে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ওপেনার সুনীল আমব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। ৭ রানে ফেরেন আমব্রিস। এরপরই নামে অঝোর বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির পর খেলা শুরু হলে ওপেনার জশুয়া ডি সিলভাকে ৯ রানে ফেরান তিনি। এতে অবশ্য কৃতিত্বটা বেশি পাবেন লিটন দাস। গালিতে দাঁড়িয়ে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
উইন্ডিজ: ১২২, ৩২.২ ওভার (মায়ার্স ৪০, পাওয়েল ২৮; সাকিব ৪/৮, হাসান ৩/২৮, মুস্তাফিজ ২/২০)
খুলনা গেজেট/এমএম