ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। তাঁকে সাজঘরে ফেরান বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এরপরই মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। এরই মধ্যে ২৫তম অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব। এই দুজনের ব্যাটে ৩০০ রান ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১১ ওভারে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০৭ রান। সাকিব ৬৩ ও মিরাজ ৩৫ রানে ব্যাট করছেন।
এর আগে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ২৪২ রান। প্রথম দিনে দলের পক্ষে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ওপেনার সাদমান ইসলাম। উদ্বোধনীতে নেমে করেছেন দারুণ একটি হাফসেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ১৫৪ বলে ৫৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছয়টি চারের মার ছিল।
আরেক ওপেনার তামিম করেছেন মাত্র ৯ রান। কেমার রোচের শিকার হন তিনি। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত রানআউট হন মধ্যাহ্নভোজের আগে। তিনি করেন ২৫ রান। আর বল খেলেছেন ৫৮টি।
অধিনায়ক মুমিনুল হক উইকেটে সেট হয়েও বড় সংগ্রহ গড়তে পারেননি। ৯৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলের ২০০ রান পূর্ণ হওয়ার আগেই মুশফিক আউট হয়ে যান। তার আগে ৬৯ বলে ৩৮ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
প্রথম দিনের শেষটা সুন্দর হয়েছে বাংলাদেশের। শেষ উইকেট জুটিতে সাকিব আল হাসান ও লিটন দাস দারুণ একটি জুটি গড়েন। দুজনে ৪৯ রানের জুটি গড়ে দিন শেষে সম্মানজনক সংগ্রহ গড়ে দিতে মূল্যবান অবদান রাখেন। সাকিব ৯২ বলে ৩৯ এবং লিটন ৫৮ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম