টানা চার ম্যাচ ধরে ব্যর্থ ওপেনিং জুটি। তাই দ্রুত ক্রিজে আসতে হয় তিনে নামা সাকিব আল হাসানকে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। ২৪ রানে উইকেট হারানোর পর চতুর্থ ওভারে ক্রিজে আসেন সাকিব।
তবে এদিন বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। দলীয় ৪৮ রানে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাকিব। এর আগের তিন ম্যাচে দলের হয়ে দারুণ খেলেছেন সাকিব। আগের তিন ম্যাচে তিনি ৩৬, ২৬, ২৬ রান করেন।
২৬ বলে ১ চারে ১৫ রান করে সাজঘরে ফেরেন সাকিব। পরের ওভারেই ক্রিজে এসে ০ রানে ফেরেন মাহমুদউল্লাহ। এই সিরিজে মাহমুদউল্লাহর দ্বিতীয় শূন্য। এর আগে দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন সোহান।
মাহমুদউল্লাহ রিভিউ করেননি। নুরুলের উইকেটটি অস্ট্রেলিয়া পেল রিভিউ নিয়ে। মিচেল সোয়েপসনের পরপর দুই বলে এলবিডব্লু হলেন মাহমুদউল্লাহ ও নুরুল। ব্যাকফুটে গিয়ে ভুল করেছেন নুরুল, আম্পায়ার গাজী সোহেল আউট না দিলেও রিভিউয়ে সফল হয়েছে অস্ট্রেলিয়া। ৮ বলের মাঝে সাকিব-মাহমুদউল্লাহ-নুরুলকে হারিয়ে ফেলল বাংলাদেশ। ১১ ওভার শেষে ৫১ রানে নেই ৪ উইকেট।
সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজের জয়ের পর এবার অজিদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। যেখানে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে টস ভাগ্য থাকল মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। আগের ম্যাচের একাদশটা ঠিক রেখেই দল গড়েছে বাংলাদেশ।
আর অস্ট্রেলিয়া দলে নেই অভিষেক হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস। একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তিনি। হ্যাটট্রিক করেও আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন এলিস।