ফেলকুয়াইয়কে ৩৪তম ওভারের দ্বিতীয় বলে কাভারে চার মেরে দলীয় দেড়শ রান পূর্ণ করেন ইয়াসীর আলী। পরের বলে সিঙ্গেল নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন ইয়াসির। সাকিব এসেই লং অনে হাঁকান দারুণ ছয়। দ্রুত তিন উইকেট হারানোর পর সাকিব-ইয়াসিরের ব্যাটে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ: ১৮৯/৩ (৩৭ ওভার)
ফিরলেন মুশফিক, বাংলাদেশের ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন
৯ রানে আউট মুশফিকুর রহিম। কেশব মহারাজের করা ২৯তম ওভারের দ্বিতীয় বল। হালকা বাউন্স করা বলে স্লগ সুইপ করতে চেয়েছিলেন মুশফিক, ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হয়নি। ফাইন লেগে ক্যাচ ধরেন মিলার। মুশফিকের ব্যাট থেকে আসে ১২ বলে ৯ রান। দারুণ শুরুর পর হঠাৎ যেন ছন্দপতন। একে একে ফিরলেন তামিম, লিটন ও মুশফিক। ক্রিজে এখন সাকিবের সঙ্গী ইয়াসির আলী।
ফিফটির পরেই বোল্ড লিটন
ইনিংসের ২৩তম ওভারে কেশব মহারাজের বলে ডিপ পয়েন্টে খেলে দুই রান নিয়ে ফিফটির দেখা পান লিটন দাস। এর পরেই নিচু হয়ে আসা বলে বোল্ড হন তিনি। ৫ চার ও ১ ছয়ে ৬৭ বলে ৫৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। শুরু থেকে লিটন ধীরগতিতে খেললেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাত খুলতে থাকে। মহারাজের ১৯তম ওভারেই ১ ছয় ২ চারে ১৬ রান নিয়েছিলেন লিটন। তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। কিন্তু বেশিদূর যেতে পারলেন না। ক্রিজে সাকিব আল হসানের সঙ্গী মুশফিকুর রহিম।