খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার
  জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনের দান করতে সবাইকে আহবান করছি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস

সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে শিশিরের পোস্ট

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া সংগঠক নাফিজা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান; এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাকিব ও নাফিজা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে শিশির আল হাসান। পরিবারের একটি ছবিও দিয়েছেন।

তিনি জানিয়েছেন, সাকিব তাদের বিয়ের সময় যেমন ছিলেন এখনও তেমনই আছেন। ১৩ বছরের বিবাহিত জীবনে তাদের সম্পর্কে ভাটা পড়েনি। সামাজিক মাধ্যমে যা দেখা যাচ্ছে, যা শোনা যাচ্ছে তা গুজব। এসব বাছ-বিচার ছাড়া বিশ্বাস না করার আহ্বানও জানিয়েছেন তিন সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করা শিশির।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘তার (সাকিবের) ক্যারিয়ার ও পছন্দ নিয়ে আপনাদের মতামত থাকতে পারে, আমি তা অস্বীকার করব না, সবার কথা বলার অধিকার আছে। আপনারা যেভাবে পারেন সমালোচনা করুণ। কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলবেন না। সে অসাধারণ একজন স্বামী এবং বাবা। সবসময় সে আমার কাছে সৎ ও বিশ্বস্ত এবং কখনও এমন কিছু করবে না, যাতে আমি কষ্ট পাই, সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ পর্যন্ত হয়েছে।’

শিশির আরও লেখেন, ‘সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তা নিয়ে আমি সবসময়ই অবগত এবং অধিকাংশ সময় আমি তার সঙ্গে থাকি। সে এখনও সেই একই মানুষ আছে, যাকে আমি ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম। সে ১০০ তে ১০০ এবং আমাদের দারুণ একটা পরিবার আছে। সোস্যাশ মিডিয়ার এই গুজব বন্ধ করুণ এবং অনলাইনে যা দেখছেন সবসময় চোখ বুজে বিশ্বাস করবেন না। কেউ হয়তো একটা ছবি এনে পোস্ট করে দিয়েছে, এটা পুরো গল্প নয়।’

শিশির পোস্টে আরও জানান, এসব ছবি পোস্ট করে কোন কিছু অর্জন করা যাবে না। ব্যক্তিজীবন নিয়ে এভাবে কথা বলতে পছন্দ করেন না তিনি। সত্যটা নিজের মধ্যে রাখতে পছন্দ করেন। কিন্তু অনেকে তাকে লাগাতার মেসেজ দিচ্ছে এবং ছবি দিচ্ছে, যে কারণে বিষয়টি পরিষ্কার করতে এই পোস্ট দিয়েছেন তিনি। শিশির জানান, সাকিবের মনোযোগ এখন পাকিস্তান সিরিজে এবং তার নজর পরিবারের দিকে। তারা সবসময় একটা টিম এবং টিমই থাকবেন। শিশির আরও লিখেছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে ছবি ছিল সেগুলো প্রাইভেট করে রেখেছেন, ডিলিট করে দেননি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!