খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সাকিবের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে একাদশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের রান পাহাড়ে চাপা পড়ে দিশেহারা জিম্বাবুয়ে একাদশ। বলতে গেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছেই হেরে যাচ্ছে তারা।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজের নামের সুবিচার করতে পারেননি সাকিব। উল্টো উইকেটে লাথি মারার কাণ্ড ঘটিয়ে নিষিদ্ধ হন। পরে সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান।

সেখানে থেকে মানসিক সব অবসাদ দূর করে যুক্তরাষ্ট্র থেকেই জিম্বাবুয়ে উড়াল দেন সাকিব।

আর প্রস্তুতি ম্যাচেই জানিয়ে দিলেন, ফর্মে ফিরেছেন এ অলরাউন্ডার। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডবের পর বল হাতেও দারুণ করছেন বাংলাদেশের পোস্টার বয়।

হারারের তাকাসিনহা স্পোর্টস ক্লাব মাঠে ৭৪ রানের ইনিংস খেলেছেন সাকিব। পরে অন্যদের ব্যাট করার সুযোগ করে দিতে বিশ্রামে চলে যান।

এবার দ্বিতীয় দিনে লাঞ্চের আগে বল হাতে নেন সাকিব। শুরুতেই সাফল্য পান। প্রথম বলেই বোল্ড করেন কাইতানোকে। ৫৪ বল খেলে ৩২ রান করেন জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডের এই সদস্য।

লাঞ্চের পর আবারও জিম্বাবুয়ে একাদশ শিবিরে ভাঙন ধরান সাকিব। উইকেটে থিতু হওয়ার চেষ্টা করা ডিওন মেয়ার্সকে সরাসরি বোল্ড করে দেন। ৩০ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন মেয়ার্স।

শনিবার দুর্দান্ত ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান জড়ো করে বাংলাদেশ।

সাকিব ৭৪ রান করে ব্যাট ছেড়ে দেন, সাইফ হাসান করেন ৬৫ রান এবং নাজমুল হোসেন শান্ত খেলেন ৫২ রানের ইনিংস।

দ্বিতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি টাইগাররা। ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

আর বল হাতে নেমে শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ।

৩১৪ রান পাহাড়ে চাপা পড়ে উদ্বোধনী জুটি ১৩ রানের বেশি যোগ করতে পারেননি। পেসার শরিফুল ইসলামের বলে আউট হয়ে গেছেন ওপেনার মিল্টন শুম্বা।

১০ বলে ২ রান করে তাসকিনের হাতে ক্যাচ তুলে দেন শুম্বা।

এরপর এরপর ব্রায়ান মুদজিঙ্গানিয়ামাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তাকুজোয়া কাইতানো। ৪২ বলে ১৬ রান করে এবাদত হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পা দেন মুদজিঙ্গানিয়ামা।

এই প্রতিবেদন লেখার সময় ৩২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে একাদশের সংগ্রহ ৯১ রান। লক্ষ্য থেকে এখনও ২২২ রানে পিছিয়ে আছে তারা।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন, ২য় সেশন)

টস : বাংলাদেশ একাদশ

বাংলাদেশ একাদশ ১ম ইনিংস : ৩১৩/২ (৯০ ওভার) ডিক্লেয়ার

সাদমান ০ (৩০)
সাইফ ৬৫ (১০৮) – স্বেচ্ছায় অবসর
শান্ত ৫২ (১০৭) – স্বেচ্ছায় অবসর
মুমিনুল ২৯ (৭৭)
সাকিব ৭৪ (৫৬) – স্বেচ্ছায় অবসর
লিটন ৩৭ (৮২) – স্বেচ্ছায় অবসর
রিয়াদ ৪০ (৭১)*
মিরাজ ৫ (১১)*

জংওয়ে ১১-৫-২৩-১
চিপুঙ্গু ৮-১-৩৪-১

জিম্বাবুয়ে একাদশ ১ম ইনিংস : ৯১/৪ (৩২.১ ওভার)

কাইতানো ৩২ (৫৪)
শুম্বা ২ (১০)
মুদজিঙ্গানিয়ামা ১৬ (৪২)
মেয়ার্স ১৬ (৩০)
মারুমা ১৮ (৪৬)*
কাইয়া ৬ (১৭)

শরিফুল ৮-৩-১৯-১
এবাদত ৫-১-১৪-১
সাকিব৭.৪-০-২২-২

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!