সাইমকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন। শান্তর ক্যাচ হয়ে ফেরার আগে ৩৫ বলে ২০ রান করেন সাইম আইয়ুব। নতুন ব্যাটসম্যান বাবর আজম। ১৬ ওভার শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ৬১। ৩৩ বলে ২৮ রানে খেলছেন শান মাসুদ। ১২ বলে ৮ রানে খেলছেন বাবর আজম।
পাকিস্তানকে দ্রুত অলআউটের লক্ষ্যে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সামনে প্রথম সিরিজ জয়ের হাতছানি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও অনেকটা এগিয়ে আছে নাজমুল হসেন শান্তর দল। আজ টেস্টের চতুর্থ দিন পাকিস্তান ব্যাট করতে নেমেছে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রান নিয়ে। প্রথম ইনিংসে ১২ রানের লিড থাকায় শান মাসুদের দল আজ ব্যাটিংয়ে নামে ২১ রানে এগিয়ে থেকে।
চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২৩ রান ৩৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। বাকি আছে আর ৮ উইকেট।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৭৪ রানের জবাবে লিটন কুমার দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ২৬২ রান করে বাংলাদেশ। পরে দিনের শেষভাগে পরপর দুই ওভারে আব্দুল্লাহ শাফিক ও ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা খুররাম শাহজাদকে ফিরিয়ে দেন হাসান। সোমবার বাকি উইকেটগুলোও দ্রুত নেওয়ার লক্ষ্যে নামবে বাংলাদেশ।
ম্যাচের শেষ দুই দিন অবশ্য বাগড়া দিতে পারে বৃষ্টি। চতুর্থ দিন তবু কিছু ওভার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার প্রায় পুরো দিনই বৃষ্টির শঙ্কার কথা বলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম