যশোরের মণিরামপুর উপজেলার মেঘনা ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপককে বোকা বানিয়ে সাইবার প্রতারণার মাধ্যমে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ অভিযোগে দুই প্রতারককে আটক করেছে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
আটককৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের কুরবান আলী শিকদার (৩৮) ও তার শ্যালক কুষ্টিয়ার দেশওয়ালি গ্রামের আরিফ মোল্লা (৩৫)।
পুলিশ জানায়, আটককৃতরা নিজেদের মেঘনা ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে মেঘনা ব্যাংক মণিরামপুর শাখার ব্যবস্থাপক আব্দুল হালিমের মোবাইল নম্বরে ফোন দেন। বিভিন্ন সময়ে তারা বিল ভাউচারের টাকা পাঠানোর অনুরোধ করেন। ব্যবস্থাপক আব্দুল হালিম সন্দেহ না করে তাদের দেওয়া নির্দেশ অনুযায়ী টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং দ্রুত জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রতারকদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন। অভিযানের মাধ্যমে কুরবান আলী শিকদার ও আরিফ মোল্লাকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবস্থাপক আব্দুল হালীম বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।
খুলনা গেজেট/ টিএ