খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি ও ইসরাইলী গণহত্যার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

দৌলতপুর প্রতিনিধি

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং অবিলম্বে তার মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবী ও ফিলিস্থিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যেগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দৌলতপুর উত্তরা ব্যাংকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দেশসংযোগ পত্রিকার যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল আলম সোহাগ।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক খলিলুর রহমান সুমন, এজাজ আহমেদ , রুহুল আমিন, তুহিন আহমেদ, মাহফুজুল আলম সুমন, আশিকুল ইসলাম, শরিফুল ইসলাম বণি, মতলেবুর রহমান মিতুল, গোলাম রসুল বাদশা, মহিদুল ইসলাম, রানা পারভেজ সোহেল, শেখ মফিজুর রহমান হিরু, অধ্যাপক হাসিবুজ্জামান বাবু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মুহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক নেতা শাহিন জামান পণ, নগর আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূল ইসলাম বন্দ, যুবলীগ নেতা বাচ্চু মোড়লসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!