খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে সাংবাদিক আলমগীর অরন্যকে কোপানো ও লোটাস রহমান সোহাগকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় উদিচি শিল্পী গোষ্ঠী ও ঝিনাইদহের সব সাংবাদিক ফোরামের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা উদিচি শিল্পী গোষ্ঠীর স্বপন বাগচী, দিলিপ বরুয়া, শামীম আহম্মেদসহ জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ঝিনাইদহের সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, উদিচি শিল্পী গোষ্ঠীর শৈলকূপা উপজেলা সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলমগীর অরন্য নিজ প্রতিষ্ঠানে বসে থাকাকালীন যেভাবে কিশোর গ্যাংরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে আঘাত করেছে তা বর্বোচিত। তিনি এখন ঢাকা মেডিকেলে জীবণ মৃত্যুর সন্ধিক্ষণে। আর সন্ত্রসীরা বীরদর্পে শৈলকূপায় ঘুরে বেড়াচ্ছে। দেশে আইনের কোনো শাষণ নেই। অন্যদিকে সময় টিভির সাংবাদিক লোটাস রহমান সোহাগের সঙ্গে যে ন্যাক্কারজনক আচরণ করেছেন রাশেদুল ইসলাম তা আমাদের সত্যিই হতবাক করেছে। তার হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে মেমোরি কার্ড ভাঙা হয়েছে। তারপরও তিনি এখনও ঝিনাইদহে রয়েছেন। আমরা তার স্বাস্তির দাবি করি।

মানববন্ধন শেষে মিছিলটি ঝিনাইদহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!