খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের করোনা পজিটিভ
  খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা

সাংবাদিক আনোয়ার আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

খুলনার সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আনোয়ার আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৭ সালের ৪ জুলাই তিনি নিজ বাসভবনে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়াসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সাংবাদিক আনোয়ার আহমেদ খুলনা থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক জনবার্তায় প্রায় ৩০ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি দৈনিক অনির্বাণ ও দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশসহ বিভিন্ন বইয়ের লেখক এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত স্ক্রিপ্ট রাইটার ছিলেন।

সাংবাদিকতা, সাহিত্য ও কবিতায় তার দখল ছিল অনুকরণীয়। সংবাদপত্রে নতুন শব্দ ভান্ডার যুক্ত এবং হেডিংয়ে তিনি ছিলেন অতুলনীয়। তিনি অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমান খুলনায় কর্মরত জাতীয় দৈনিকের জেষ্ঠ্য সাংবাদিকরা বেশিরভাগেই ছাত্র শিষ্য।

প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকীতে দৈনিক খুলনা গেজেট পরিবার তার রুহের মাগফেরাত কামনা করছে।

খুলনা গেজেট/হিমালয়/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!