শিক্ষাবিদ, সাংবাদিক, নাগরিক নেতা ও শিশুবন্ধু খ্যাত ব্যক্তিত্ব মোঃ আনিসুর রহিম স্মরণে এক নাগরিক শোকসভা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক শোকসভা আয়োজক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, নাগরিক নেতা আজাদ হোসেন বেলাল, অ্যাড. এম শাহ আলম, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, সনাকের আহবায়ক পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, অধ্যক্ষ মোবাসসেরুল হক জ্যোতি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, উদীচীর শেখ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাসদের অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন নেতা ওহাব আলী সরদার, আব্দুস সাত্তার, মোঃ আশরাফুল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সাংবাদিক শামীম পারভেজ, সাংবাদিক আহসান রাজীব, সাংবাদিক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, উত্তরণের অ্যাড. মুনীর উদ্দিন, তানজির কচি, সিপিবির আবুল হোসেন, সাংবাদিক মাসুদুজ্জামান সুমন, আব্দুল জব্বার মাস্টার, ডা. মুনসুর রহমান প্রমুখ।
সভায় পবিত্র শব-ই-মিরাজের কারণে মোঃ আনিসুর রহিম স্মরণে অনুষ্ঠিতব্য নাগরিক শোকসভাটি ১৮ ফেব্রুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি শনিবার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় নাগরিক শোকসভা সফলে নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/এসজেড