খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাংবাদিকদের উচিত মনগড়া সংবাদ নয়, যুক্তিসঙ্গত, সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যার মাধ্যমে সংবিধানিক নিয়ম অক্ষুন্ন থাকে, সাধারণ মানুষ, দেশ এবং সমাজ উপকৃত হয়। তিনি বলেন, একটা ভুল সংবাদে একজন রাজনীতিবিদ’র দীর্ঘদিনের সুনাম এবং অর্জন নষ্ট হয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
কেসিসি মেয়র আজ বুধবার (২৫ অক্টোবর) বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে নিউজ নেটওয়ার্ক আয়োজিত ইলেকশন রিপোর্টিংয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনের কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তৃতা প্রদান করেন নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান। উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহন্মেদ খান জবা, কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব সাংবাদিক শারমিন রিনভী, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো চীফ গৌরাঙ্গ নন্দী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জিয়াউর রহমান ও প্রশিক্ষণ সমন্বয়কারী রিজাউল করিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মশালার প্রশিক্ষণ সমন্বয়কারী ও সংবাদ সংস্থা ইউএনবির’র খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তৃতা করেন সাংবাদিক কৌশিক দে বাপী, এইচ এম আলাউদ্দিন, মাকসুদুর রহমান ও প্রিয়া।
সমাপনী অনুষ্ঠানে কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রশিক্ষণ কর্মশালয় অংশগ্রহণকারী ৩ জন নারী সাংবাদিকসহ খুলনার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও নিউজ পোর্টালের ২০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।
গত ২৩ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
খুলনা গেজেট/ টিএ