খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, সাংগঠনিক শক্তি দিয়ে সন্ত্রাস, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা সন্ত্রাস করে মানুষকে অত্যাচার করে, জবর দখল করে নিরীহ মানুষকে বাস্তুহারা করে, যারা মাদক ব্যবসা করে সমাজকে মেধাহীন জাতিতে পরিণত করতে চায় আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে। জাতিকে সুখে শান্তিতে রাখতেই আওয়ামী লীগ তথা শেখ হাসিনার রাজনীতি। সেই রাজনীতিকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা মহানগর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কথা বলেন। কর্মী সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর আমেনা হালিম বেবি, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট একেএম শাহজাহান কচি। এ সময়ের উপস্থিত ছিলেন খুলনা মহানগর কৃষক লীগ নেতা মো: মোন্তাকিম লালু, মোঃ শহীদুল হাসান, মো: আইয়ুব আলী খান, শেখ হারুন মানু, কানাই রায়, হেলালুর রহমান রিমন, মো. রফিকুল ইসলাম ডাবলু, শেখ আবুু বক্কর সিদ্দিকী বাবুল, অনিক রায়, মো: আবু নাঈম, বাবুল হোসেন, আবু হাসান, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী মুজিবুল হক, খান রফিকুল ইসলাম, শেখ বখতিয়ার হাসান বাবু, শেখ আলিফ উল্লাহ, তপন বালা, মো: রফিকুল ইসলাম, শেখ শরিফুল, মোস্তাফিজুর রহমান বাবু, শেখ আজিজুর রহমান পলাশ, জহিরুল আলম রিয়াজ, শেখ লাভলু, ওয়ার্ড কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান নাজিম, নজরুল ইসলাম সেজান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সভায় শেখ নিজামউদ্দিনকে আহবায়ক ও মো: আমিনুল ইসলাম টিটোকে সদস্য সচিব করে ১৬নং ওয়ার্ড কৃষক লীগের ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতির জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।