খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

সহপাঠীদের মুক্তি না দিলে এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

গেজেট ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচার এবং গ্রেপ্তার সহপাঠীদের মুক্তির দাবিতে চলমান এইচএসসির অবশিষ্ট পরীক্ষাগুলোয় না বসার ঘোষণা দিয়েছে দেশের অর্ধশতাধিক কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী। তারা বলছে, একজন এইচএসসি পরীক্ষার্থীও যদি কারারুদ্ধ থাকে, তাহলে তারা পরীক্ষায় বসবে না। গত বুধবার থেকে কলেজগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এ-সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এ ছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক আইডি, গ্রুপ ও পেজে তা শেয়ার করে।

বিবৃতিদাতাদের মধ্যে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রাম, জয়পুরহাট সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ সিলেট, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ রাজশাহী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছে। মাদ্রাসার মধ্যে রয়েছে– দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা লক্ষ্মীপুর।
বিবৃতিতে শিক্ষার্থীরা জানায়, কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।

কয়েকজন শিক্ষার্থী জানায়, কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারে না। এ আন্দোলনে তাদের সমর্থন রয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি গতকাল প্রকাশ করা হয়েছে।
এতে আগামী ১১ আগস্ট থেকে রাখা হয়েছে পরীক্ষার সূচি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!