খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সরসকাঠিতে ফেন্সিডিলসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা কলারোয়ার সরসকাটি ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে সরসকাটি বাজার মহেন্দ্র স্ট্যান্ড থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা এলাকার লুৎফর সরদারের ছেলে শরিফুল ইসলাম ঢালী (২৬) ও যশোরের বারান্দীপাড়া বটতলা এলাকার শেখহাটি গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৩)।

সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ টিপু জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সরসকাটি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহেন্দ্র স্ট্যান্ড চৌরাস্তা মোড় থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেলসহ মাদক চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শরিফুল ও জুয়েলকে ৭২বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। রবিবার রাতেই তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!