খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে : হেলাল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ২৮ অক্টোবর আমাদের মহাসমাবেশ। এর পরেও আমাদের আন্দোলন চলবে। কখনও সমাবেশ, কখনও মহাসমাবেশ, কখনও অবরোধ, কখনও ঘেরাও, কখনও জনতার ডাক। এভাবেই আমাদের আন্দোলন চলবে। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

রবিবার (২২ অক্টোবর) বিকেলে শহরের বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে ২৮ অক্টোবরের সমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করছে। সরকারের ভীত নড়ে গেছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জয় আমাদেরই ইনশা আল্লাহ।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা এ্যাড. অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।

সভায় বাগেরহাট জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!