খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সরকারের ক্ষমতায় টিকে থাকার কোন অধিকার নেই : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন, দেশ আজ চরম সংকট মুহুর্তের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেকে দিচ্ছে। তারা খুন গুম পেশী শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এদেশের সাধারন জনতা আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, চারিদিকে চলছে হাহাকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন প্রতিটা পন্যের মূল্য আকাশছোয়া, শ্রমজীবি মানুষের ঘরে খাবারের অভাব। আর অপরদিকে সরকারের মন্ত্রী-নেতাদের অবৈধ সম্পদ বেড়েই চলেছে। আজ মানুষ খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য প্রয়োজন আরও একটি সংগ্রাম, প্রয়োজন একটি চুড়ান্ত বিপ্লবের। যেই বিপ্লবের মাধ্যমে এদেশের প্রতিটা নাগরিক ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। দেশের জনগনের অধিকার আদায়ের লক্ষে চরমোনাই পীরের ডাকে এদেশের মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো-ইনশাআল্লাহ।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সারাদেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে খুলনার নিউমার্কেট বায়তুন নূর চত্ত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশকে এই আওয়ামী সরকারের হাত থেকে দখলমুক্ত করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য চরমোনাই পীরের লক্ষ লক্ষ কমীর্ বাহীনি প্রস্তুত। পীর সাহেব চরমোনাই যখন রাজপথে চুড়ান্ত বিপ্লবের ডাক দিবে সবাই সেই বিপ্লবে ঝাপিয়ে পড়বে। নেতা কমীর্রা, সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন এর পরিবেশ সৃষ্টি করার জোর দাবী জানান।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে” আগামী ৩ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই’র আহবানে সারা দিয়ে এদেশের জনতা রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিনত করবে- ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তব্য রাখেন দলের নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, মুফতী মাহবুবুর রহমান, নগর নেতা শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মুজিবুর রহমান, মোঃ জামিল হোসেন, মোঃ আবু গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মুফতী আব্দুল জব্বার আযমী, মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সাত্তার, আব্দুল্লাহ আল নোমান, মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, মাওঃ আসাদুল্লাহ হামিদি, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রেজাউল করীম, মাওলানা মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রওশান আলী, আলহাজ্ব সরোয়ার বন্ধ, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা নাছিম উদ্দিন শেখ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিউমার্কেট বায়তুন নুর, সেভ এন্ড সেভ’র সামনে থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!