খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

সরকারি সরঞ্জাম জমা দিলেন অব্যাহতি পাওয়া ৬০ এসআই

গেজেট ডেস্ক

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এসে সরকারি সরঞ্জাম জমা দিয়েছেন অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত ৬০ এসআই। একাডেমির নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার তারা এসব সরঞ্জাম জমা দেন। পরে একাডেমিতে প্রশিক্ষণের সময় ব্যবহার্য ব্যক্তিগত জিনিসপত্র ফেরত নেন।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি দেয় পুলিশ একাডেমি। তাদের মধ্যে নির্দেশনা পেয়ে গতকাল গোপালগঞ্জের ২২, চট্টগ্রামের ১৭, ময়মনসিংহের ৮, বাগেরহাটের ১৩ জনসহ মোট ৬০ এসআই একাডেমিতে হাজির হন।

জানা যায়, অব্যাহতি পাওয়া এসব এসআই আসার পর যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য একাডেমির ফটক ও ভেতরে চারঘাট মডেল থানা এবং রাজশাহী পুলিশ লাইন থেকে ফোর্স মোতায়েন করা হয়।

সকাল ১০টার দিকে একাডেমিতে আসেন অব্যাহতি পাওয়া এসআই রায়হান আহমদ। চট্টগ্রামের সাতকানিয়ার এ বাসিন্দা বলেন, ‘মালপত্র ফেরত ও আমাদের ব্যবহার্য জিনিসপত্র নেওয়ার নির্দেশনা পেয়ে জেলার অব্যাহতি পাওয়া সবাই এসেছিলাম। নিজের জিনিসপত্র নিয়ে ও সরকারিগুলো জমা দিয়েছি। কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, জানি না। চিঠিতে যে কারণ উল্লেখ করা হয়েছে, সেদিন এমন কিছু ঘটেনি।’

এ বিষয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞাকে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!