খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি সীলমোহর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সরকারি অফিসের ভূয়া সীলমোহর ব্যবহারকারী ১ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সীলমোহর ২৯টি, ভূয়া প্রত্যয়ন পত্র ২ পাতা, নকল ওয়ারিশ কায়েম সনদ ৯ পাতা, ভূমি অফিসের পর্চা-খতিয়ান ২২ পাতা, নকল সীলমোহর ১ পাতা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন বিশ্বাস(৩১) খুলনা জেলার তেরখাদার বাসিন্দা।

শুক্রবার (২৭ জুলাই) দিনগত রাত আনুমানিক পৌঁণে ২টার দিকে তেরখাদার ভুজনিয়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন লোকজনের নিকট টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ ও সীলমোহর তৈরী করে প্রতারনার মাধ্যমে জাল-জালিয়াতি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি)এর একটি আভিযানিক দল প্রতারক চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুলাই) দিনগত রাত আনুমানিক পৌঁণে ২টার দিকে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) তেরখাদার ভুজনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে রিপন নামে এক প্রতারককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সীলমোহর ২৯টি, ভূয়া প্রত্যয়নপত্র ২ পাতা, নকল ওয়ারিশ কায়েম সনদ ৯ পাতা, ভূমি অফিসের পর্চা/খতিয়ান ২২ পাতা, নকল সীলমোহর ১ পাতা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তরকৃত আসামিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!