খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সরকারি খাল জবর দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে ৪টি সরকারি খাল বাঁধ দিয়ে জবর দখল করে মাছ ও ধান চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় উক্ত সরকারি খাল থেকে মাছ লুটের অভিযোগ এনে গ্রামবাসীর নামে মামলা দিয়েছে। তবে এলাকা ও মৎস্য ঘেরের পানি সরবরাহসহ সরকারি খাল উন্মুক্ত রাখার জন্য গ্রামবাসীর পক্ষে শেখ আসাদুজ্জামান লিটু নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ করেছে। এঘটনায় বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) সকালে সরজমিনে গিয়ে খালের উপর দিয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ও ধান চাষ করার দৃশ্য দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মোড়ল, সিরাজুল ইসলাম মোড়ল, মুস্তাফিজুর রহমান, আতাউর রহমান মোড়ল, মজনু মোড়ল, আসাবুর মোড়ল, লিটন মোড়ল, শাহিনুর রহমান শেখ, আলী নবী শেখ, হায়দার শেখ, জলিল শেখ, মুস্তা মোড়ল, নাজমুল মোড়ল, মাসুদ মোড়ল, হাসান মোড়ল, করিম হাওলাদার প্রমুখ।

প্রাপ্ত অভিযোগে উল্লেখ করা হয়, আঙ্গারদহা গ্রামের মৃত শামছুর আলী খানের ছেলে মো. রায়হান খান গং আঙ্গারদহা মৌজার ঘাটের খালটি জবর দখল করে বিভিন্ন স্থান থেকে আড়াআড়ি বাঁধ দিয়ে জোরপূর্বক মাছ ও ধান চাষ করছে। এতে বিভিন্ন সময় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি ও মৎস্য ঘের গুলোতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এঘটনায় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির নির্দেশে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে খালটি উন্মুক্ত করা হয়। কিন্তু গত ২৫ জানুয়ারি রায়হান খানের নেতৃত্বে আবারও খালটি জবর দখলসহ বাঁধ দেয়ার চেষ্টা করা হয়। এসংবাদে এলাকাবাসী একত্রিত হয়ে তা প্রতিহত করে। এ কারনেই রায়হান খান এলাকাবাসীকে হয়রানি করার জন্য ২১ জানুয়ারিতে ৪ লাখ টাকার মাছ লুটের মিথ্যা মামলা দেয়।

এ ব্যাপারে আসাদুজ্জামান লিটু বলেন, ভূমিদস্যু রায়হান খান শুধু ঘাটের খালটি দখল করেই ক্ষান্ত হয়নি। বর্তমানে তিনি ডুমরা বিলের ২ কিলোমিটার, দোয়ানে বিলের বাওড়ের খাল, সিংগা বিলের ভাগাড়ে খাল জবর দখল করে পুরো ইউনিয়নের পানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে। বর্তমানে তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দিয়েছে।

তবে রায়হান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!