দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কূটনৈতিক সূত্র জানায়, মুক্ত ও স্বাধীন মিডিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ছিল বৃহস্পতিবার সন্ধ্যার এই আয়োজন। সেখানে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্যরাও যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে মার্কিন দূতাবাস সেই অনুষ্ঠানের ২৯ সেকেন্ডের ফটো-স্টোরি রিলিজ করেছে।
‘গণমাধ্যমের স্বাধীনতা’ শব্দ দু’টিকে ট্যাগ করে প্রচারিত সেই বার্তার ক্যাপশনে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেই একটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত থাকে। সাংবাদিকতা নিছক কোনো পেশা নয়; এটি নির্বাচিত নেতাদের জবাবদিহিতার আওতায় রাখা তথা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার প্রতি সমর্থন প্রদর্শনে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য এবং বাংলাদেশের শীর্ষ স্থানীয় নিউজ আউটলেটের সিনিয়র সম্পাদকদের স্বাগত জানাতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
কূটনৈতিক সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং মার্কিন ভিসা নীতি নিয়ে সেখানে কথা হয়েছে। প্রাণবন্ত সেই আয়োজনে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নেন।
খুলনা গেজেট/এনএম