সমুদ্রে ইন্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৪ জেলেকে জীবত উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মো. মুনতাসির ইবনে মহাসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
আজ রবিবার (১৯ নভেম্বর) সকালে কোস্টগার্ডের টহল চলাকালীন সকাল আনুমানিক ১১টায় সুন্দবনের কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে।
পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল উক্ত বোটটির কাছে পৌঁছে ৪ জন জেলেকে উদ্ধার করে। কোস্ট গার্ড কর্তৃক তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং শুকনো খাবার প্রদান করা হয়। পরে জেলেদের বিকল হওয়া বোট সহ কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসা হয়।
জেলেরা জানায়, তারা গত ১৬ নভেম্বর মাছ ধরার উদ্দেশ্যে বাগেরহাটের রায়েন্দা থেকে সমূদ্রে যায় এবং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ৩ দিন ধরে তারা সমুদ্রে ভাসতে থাকে।
উদ্ধারকৃত জেলেরা সকলেই বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানায় কোস্টগার্ড।
খুলনা গেজেট/ এএজে