খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

সবাইকে নিয়ে সংসদ পরিচালনা করতে চাই : ডেপুটি স্পিকার

গেজেট ডেস্ক

জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংবিধান ও কার্যপ্রণালীবিধি অনুযায়ী সব সংসদ সদস্যদের নিয়ে সংসদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন।

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন ডিপুটি স্পিকার। এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার পরে সংসদ চলাকালীন অবস্থায় সকল সংসদ সদস্যদের মতামত ব্যক্ত করার সুযোগটা সংবিধান ও কার্যপ্রণালীবিধি মোতাবেক দিব। এই দায়িত্ব পালনের জন্য আমি শপথ নিয়েছি এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাইকে নিয়েই আমি সংসদ পরিচালনা করব।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের দুইজন সংসদ সদস্য, ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!