খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

সন্ধানী ক্লিনিকে ছাত্রলীগ নেতার হামলা, ভাংচুর ম্যানেজার জখম

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর করেছে ছাত্রলীগ নেতা শেখ সাকিব ও তার অনুসারীরা। এ সময় ক্লিনিকের ম্যানেজার রবিউল ইসলাম বাবলুকে পিটিয়ে জখম করা হয়। তার মাথায় ৪টি সেলাই লেগেছে।সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাকিব খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য। বাবুখান রোডেই তার বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সাকিবের নেতৃত্বে ৫/৬ জন যুবক ক্লিনিকে প্রবেশ করে ম্যানেজারকে খুঁজতে থাকে। ম্যানেজার বের হয়ে আসলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং হাসপাতালের অবকাঠামো ভাংচুর করে।

সন্ধানী ক্লিনিকের ম্যানেজার রবিউল ইসলাম বাবলু জানান, কমার্স কলেজে রাজনীতি করার কারণে প্রায়ই ক্লিনিকে চাঁদা দাবি করতো। সামর্থ্য অনুযায়ী সব সময় তাদের দাবি পূরণ করা হতো। সম্প্রতি তারা হাসপাতালে আসা রোগী স্বজনদের নিজেদের আত্মীয় বানিয়ে কমিশন আদায় শুরু করে। দেখা যেত, কোনো রোগীর বিল হয়েছে ৪ হাজার টাকা। তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে হাসপাতালে এক বা দেড় হাজার টাকা জমা দিতো। বাকি টাকা নিজেরা আত্মসাত করতো। বিষয়টি আমরা বুঝতে পেরে এটা বন্ধ করে দেই। এতে বাঁধা দেওয়ায় তারওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) নিমাই চন্দ্র জানান, ভুক্তভোগীরা এখনও কোনো অভিযোগ দেয়নি।  অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছাত্রলীগ নেতা সাকিব ও তার বাহিনী প্রায় ব্যবসায়ীদের কাছ চাঁদাদাবি, না পেলে ভাংচুর ও মারধর করে। বিষয়টি অন্য নেতাদের জানিয়েও তেমন উপকার হয়নি।

 

খুলনা গেজেট/এ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!