বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সুমি আক্তারের মর্মান্তিক মৃত্যুর ৪দিন পর খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন স্বামী সিয়াম খান’র (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় সিয়ামের পারিবার এ খবর নিশ্চিত করেছেন।
জানাগেছে, গত ১ ফেব্রয়ারি বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের এলাকায় শরণখোলা থেকে ঢাকা গামী জিএমএস পরিবহনের গাড়িটি বিপরীতমুখী চাপা দিলে ইজিবাইকে থাকা ৪ জন যাত্রীর মধ্যে সুমি বেগম (৩৬), ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ঘটনাস্থলে মারা যান। বাকি গুরুত্বর আহত সিয়াম খান ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন সিয়াম খান শশুরবাড়ি বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রাম থেকে স্ত্রী সুমি আক্তার ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার শ্যালক ইজিবাইক চালক মজনু মোল্লাকে নিয়ে নিজ বাড়ি শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে একটি ইজিবাইকে করে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার স্বিকার হন তারা। ওই দুর্ঘটনায় গুরুত্বর আহত সিয়াম খান চিকিৎসার ৪দিন পরে মৃত্যু হয়েছে। তবে, তাদের ৩ মাসের শিশু কন্যা মিলি এখন কিছুটা সুস্থ্য রয়েছে বলে নানা কালাম মোল্লা জানিয়েছেন।
খুলনা গেজেট/ টিএ