খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও রপ্তানি প্রণোদনায় করছাড়

গেজেট ডেস্ক

সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের মুনাফা এবং রপ্তানি প্রণোদনার ওপর উৎসে করকেই চূড়ান্ত কর হিসেবে ধরা হবে। আয়ের ওপর আর কোনো কর দিতে হবে না। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এ তিন খাতের জনগণকে বেশ ছাড় দেওয়া হলো।

এনবিআরের কর্মকর্তারা সমকালকে বলেন, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, ব্যাংক আমানতে আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটার নিয়ম ছিল। এর পর আমানতকারী যখন রিটার্ন দাখিল করবেন, তখন আরও ২৫ শতাংশ কর কাটার বিধান রাখা হয়। তবে বুধবারের প্রজ্ঞাপন অনুযায়ী পরের ২৫ শতাংশ কর আর দেওয়া লাগবে না। যাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তাদেরও উৎসে করের বেশি কর দেওয়া লাগবে না। একইভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রেও উৎসে করের বাইরে অতিরিক্ত কর দেওয়া লাগবে না।

এ ছাড়া ব্যবসায়ীরা রপ্তানির বিপরীতে নির্দিষ্ট হারে নগদ প্রণোদনা পান। নতুন এ প্রণোদনার ক্ষেত্রে মোট সাড়ে ২৭ শতাংশ কর আরোপের বিধান রাখা হয়। এর মধ্যে ১০ শতাংশ উৎসে কর হিসেবে কাটা হতো। বাকি সাড়ে ১৭ শতাংশ কর ওই ব্যবসায়ীদের আয়কর রিটার্ন দাখিলের সময় পরিশোধ করতে হতো। তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এ ক্ষেত্রেও উৎসে করের বেশি কর পরিশোধ করতে হবে না।

এ বিষয়ে নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নতুন আইনে এনবিআর যে হারে কর আরোপ করেছিল, তা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তবে নতুন প্রজ্ঞাপনে উৎসে কর ১০ শতাংশকেই চূড়ান্ত কর ঘোষণা করায় তিনি এনবিআরসহ সরকারকে ধন্যবাদ জানান।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!