খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

সচিবালয়ের সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

গেজেট ডেস্ক

সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কয়েক হাজার শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন। অনশন করে অসুস্থ শিক্ষার্থীরাও হাতে স্যালাইন নিয়ে রিকশায় করে সচিবালয় আসেন।

এর আগে বিকেল চারটায় সেনাবাহিনীকে কাজ হস্তান্তরসহ তিন দাবি পূরণে শিক্ষার্থীদের দেওয়া এক ঘণ্টার আলটিমেটাম শেষে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

তারও আগে এদিন অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন- দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও করবেন তারা। দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আগামী বুধবার শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত ও দাবি পূরণের রূপরেখা আসবে।

তবে এ ঘোষণার পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের চিঠি সংশোধন করার প্রস্তাব দেন। আলটিমেটামে বলা হয়- দাবি মেনে নেওয়ার অঙ্গীকার লিখিতভাবে না দিলে তারা অনশন ভাঙবেন না এবং বিকাল চারটায় সচিবালয় অভিমুখে গণপদযাত্রা করবেন। তা না হওয়ায় শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে রওনা দেন।

রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি- ২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীর আবাসন ভাতা দেওয়া।

রোববার সারাদিন ও সারারাত অনশন করে ১৫-২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর সোমবার সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ করে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!