খুলনা, বাংলাদেশ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৬ মার্চ, ২০২৫

Breaking News

  ৫ ইউনিটের চেষ্টায় ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ
  ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

সংবাদ সম্মেলন ডেকেছেন নুসরাত জাহান

বিনোদন ডেস্ক

আর্থিক কেলেঙ্কারিতে নাম জাড়িয়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরত জাহানের। এর জবাবও প্রকাশ্যেই দিতে চান তিনি।

ওই অভিযোগ সামনে আসার পর বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন বলে জানিয়েছেন বসিরহাটের এই সংসদ সদস্য।

দেশটির একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন নুসরাত জাহান। বুধবার দুপুর আড়াইটায় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন তিনি।

নুসরাতের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি রুপির প্রতারণার অভিযোগ নিয়ে সোমবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর-ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পরে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অভিযোগকে সমর্থন করেন।

এ ব্যাপারে আনন্দবাজারকে নুসরাত জানিয়েছিলেন, যেহেতু এটি একটি আইনি বিষয়, তাই তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই অভিযোগের জবাব দেবেন।

এরপর বুধবারের সাংবাদিক সম্মেলনের ঘোষণা। কী নিয়ে সেই সম্মেলন ডেকেছেন, তা অভিনেত্রী স্পষ্ট না করলেও জল্পনা, বিজেপি নেতাদের আনা অভিযোগের জবাব দিতেই এই সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি।

যদিও দল হিসেবে তৃণমূল ইতোমধ্যেই এই বিষয়ে নুসরাাতের সঙ্গে ‘দূরত্ব’ তৈরি করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা তার ব্যক্তিগত বিষয়। তৃণমূলের এ বিষয়ে কিছু বলার নেই। নুসরাত বা তার আইনজীবীই এর জবাব দেবেন।

সোমবার সন্ধ্যায় কয়েক জন বয়স্ক নাগরিককে নিয়ে ইডির কাছে গিয়েছিলেন শঙ্কুদেব। তার অভিযোগ, বেশ কয়েকজনের কাছ থেকে ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল নুসরাতের সংস্থা। কিন্তু ফ্ল্যাট মেলেনি।

শঙ্কুদেব ইডির কাছে নথিপত্র জমাও দিয়ে এসেছেন বলে দাবি করেন। পরে মঙ্গলবার আরও এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই টাকাতেই নিজের ফ্ল্যাট কিনছেন নুসরাত। শুভেন্দুর দাবি, সেই ফ্ল্যাটের দাম এক কোটি ৫৫ লাখ রুপি।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু অভিযোগ। এসব প্রসঙ্গেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান নুসরাত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!