খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

সংখ্যালঘু ইস্যু সৃষ্টি করতে আওয়ামী সন্ত্রাসীরা হিন্দু বাড়িতে হামলা করছে : বিএনপি

গেজেট ডেস্ক

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, টানা সাড়ে ১৫ বছর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা থেকে ছাত্র-জনতা অসহযোগ আন্দোলনের মুখে পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা মরণকামড় দিচ্ছে। সে কারণেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘু ইস্যু সৃষ্টি করতে আওয়ামী সন্ত্রাসীরাই হিন্দু ভাইদের বাড়ীতে অতর্কিত হামলা চালাচ্ছে। বিএনপি ধ্বংসজ্ঞের রাজনীতি করে না। সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। আওয়ামী সন্ত্রাসীরা যাতে হিন্দু সম্প্রদায়ের বাড়ী, মন্দির ও তাদের ধন-সম্পদের স্পর্শ করতে না পারে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা পাড়া-মহল্লায় পাহারা দিবেন।

সোমবার (০৫ আগস্ট) বটিয়াঘাটার চক্রাখালী এলাকায় অরবিন্দ মহলদারের বাড়ী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। চিহিৃত আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অপর এক বিবৃতিতে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি নেতাকর্মীদের সজাগ সৃষ্টি রাখতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহবান জানিয়েছে খুলনা বিএনপি। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। – খবর বিজ্ঞপ্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!