খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
রূপসায় সম্প্রীতির সমাবেশ

ষড়যন্ত্রের একমাত্র সমাধান জাতীয় নির্বাচন, সংস্কার নয়: হেলাল

গেজেট ডেস্ক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, চলমান ষড়যন্ত্রের একমাত্র সমাধান জাতীয় নির্বাচন, সংস্কার নয়। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার। বিগত ১৬ বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ। অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ হয়নি। ফ্যাসিবাদের দোসরদের খুঁটি অনেক গভীর ও শক্তিশালী। তালিকা করে সমূলে উৎখাত করতে না পারলে ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে।

রবিবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রুপসা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৩১দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। গত ১৬ বছরে পতিত ফ্যাসিবাদী সরকার, মাফিয়া সরকার সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট করেছে। বিএনপি এসবে বিশ্বাস করে না। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন যারা চাঁদাবাজি করে-সন্ত্রাসী কর্মকান্ড করে তারা বিএনপির কেউ হতে পারে না। যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহন করতে হবে। বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি- ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারিনি। ভোটের সংস্কৃতিকে যাদু ঘরে পাঠিয়ে দিয়েছিলো পতিত মাফিয়া সরকার। ১৭ বছর বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, আমি-ডামির নির্বাচন, বিভিন্নভাবে ভোটের ব্যবস্থা কুলষিত করে বাংলাদেশে ভোটের বারোটা বাজিয়ে দিয়েছে হাসিনা সরকার। বাংলাদেশের মানুষ ভোট কি তা ভুলে গেছে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে ছিলো। বিএনপির আন্দোলনের এক পর্যায়ে যুক্ত হয়েছিলো ছাত্র-জনতা। আর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের আন্দোলনের ফসল অর্ন্তবর্তীকালীন সরকার, আমাদের প্রানের সরকার। যে সরকারকে আমরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি। বিএনপির আন্দোলনের ফসল ড. ইউনুস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমার প্রতিহত করবো। আমরা হামলা মামলার শিকার হয়ে অর্ন্তবর্তীকালিন সরকার প্রতিষ্ঠা করেছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তারেক রহমানের নেতৃত্বে আমরা তা প্রতিহত করবো। জনগনের দাবী ১৭ বছরের দাবী ভোট দিয়ে নেতা নির্বাচিত করা। কিন্তু অর্ন্তবর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে আসে কিছু ষড়যন্ত্রকারীরা আবারো আমাদের গনতন্ত্র ও ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন রাষ্ট্র মেরামতের জন্য ৩১দফা সুপারিশ দিয়েছি।

প্রধান বক্তার বক্তভ্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত সরকারের প্রধান মাফিয়া রানী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে আগের রাতের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচনের মধ্য দিয়ে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে।

রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!