শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ। সেটাও আবার ৩২৮ রানের বিশাল ব্যবধানে। দলের ব্যাটাররা ব্যাট হাতে ছিলেন ছন্নছাড়া, কেউই বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় টেস্টে আগামী (৩০ মার্চ) রোববার চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা। আর এই টেস্ট দিয়ে ৫ মাস পর জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। সাবেক টাইগার এই অধিনায়ক মনে করে শেষ টেস্ট জেতা উচিত। বৃহস্পতিবার(২৮মার্চ) এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় লঙ্কানদের সাথে ভালো করা উচিত বলে মনে করে বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। কিন্তু টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’
সাকিব জানালেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। চেষ্টা থাকবে দলের হয়ে কনট্রিবিউট করার, ‘ব্যক্তিগত কোনো গোল নেই, আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার ব্যক্তিগত গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি দলের জন্য কিভাবে কনট্রিবিউট করা যায়।’
একই সঙ্গে সাকিব উচ্ছ্বসিত গর্বিত টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে, ‘দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত একই সময়ে।’
খুলনা গেজেট/ এএজে