আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে হারের স্বাদ নিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কান যুবাদের দেয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৬ রানেই গুটিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের ইনিংস। ৪২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ডাম্বুলায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা।
দলের বিপর্যয়ে হাল ধরতে এগিয়ে আসেন পবন পাথিরাজা। ৮৮ বলে ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে।
দলীয় ১৬৫ রানে পবন বিদায় নেন নাইমুর রহমানের বলে বোল্ড হয়ে। এরপর রাভিন ডি সিলভার ২৯ এবং ইয়াসিরু রদ্রিগোর ২৫ রানে ৯ উইকেটের খরচায় ২২৮ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন রিপন মণ্ডল। আশিকুর জামান নেন দুটি উইকেট। পাশাপাশি গোলাম কিবরিয়া, এসএম মেহেরব, নাইমুর রহমান ও আরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৩১ রানে মাহফুজুল ইসলামের বিদায়ের পর ধস নামে টাইগার শিবিরে। দলীয় স্কোরকার্ডে ৪ রান যোগ করতে আরও তিন ব্যাটার ফিরে যান সাজঘরে।
ব্যাটিং বিপর্যয় এড়িয়ে দলকে টেনে তোলার গুরুভার কাঁধে তুলে নেন আইচ মোল্লা। সঙ্গে নেন আরিফুল ইসলামকে। দুই জনের ব্যাটে ভর করে ভালোই লড়াই করছিল টাইগার যুবারা।
দলীয় ১০৫ রানে আরিফুলের বিদায়ের পর ফের আবার বিপর্যয় নামে টাইগার শিবিরে। উইকেটের এক প্রান্তে আসা যাওয়ার মিছিল চলতে থাকলেও উইকেট কামড়ে ধরে রানের চাকা সচল রাখেন আইচ মোল্লা। কিন্তু শেষতক তাকেও থামতে হয় ৮৮ রানে।তার উইকেট পাবার পরই স্বাগতিকরা নিশ্চিত করে ৪২ রানের জয়।
খুলনা গেজেট /এমএম