টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।সাম্প্রতিক সময়ে টাইগারদের সঙ্গে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মেগা টুর্নামেন্টটির যাত্রা শুরু।
এরই মধ্যে হাইভোল্টেজ ম্যাচটির টস অনুষ্ঠিত হয়েছে। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান শান্ত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। চলতি বিশ্বকাপে টস জেতার পর বেশিরভাগ দলকেই আগে ফিল্ডিং করতে দেখা গেছে। শান্ত–ও ব্যতিক্রম কিছু করেননি।
আগে ফিল্ডিংয়ের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখানে কিছুটা সিম বোলারদের জন্য সুইং দেখা যাচ্ছে এবং আশা করি আমরা সেটি কাজে লাগাতে পারব।’
টি-টোয়েন্টি কিংবা এই ফরম্যাটের বিশ্বকাপ, দুই পরিসংখ্যানেই এগিয়ে আছে লঙ্কানরা।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।
খুলনা গেজেট/এমএম