প্রস্তুতির প্রায় সবটুকু সম্পন্ন করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হারাল শ্রীলঙ্কা। আইসিসির কর্তৃক নিষেধাজ্ঞা পাওয়ায় শ্রীলঙ্কাকে যুব বিশ্বকাপের ভেন্যু হিসেবে বাদ দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার পরিবর্তে বদলি ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে, যেখানে ২০২০ সালে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।
গত ১০ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার খবর জানিয়ে আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’
মূলত ক্রিকেট বোর্ডে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের হস্তক্ষেপই ক্ষেপিয়ে তুলেছে আইসিসিকে। গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার ক্রিকেটে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ চলছে। বিশ্বকাপে ব্যর্থতার ফলে বোর্ডের নানা ব্যাপারে নাক গলানো শুরু করে দেশটির সরকার। সবকিছু পর্যবেক্ষণ করেই এমন কঠিন সিদ্ধান্ত নেয় আইসিসি। যুব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হারানোর পর বলাই যায়, সহসা উঠছে লঙ্কানদের এই নিষেধাজ্ঞা।
দক্ষিণ আফ্রিকার দুটি ভেন্যুকে আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যার একটি পচেফস্ট্রুম, যেখানে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জেতে বাংলাদেশ। উল্লেখ্য, এবার ‘এ’ গ্রুপে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে লড়বে বাংলাদেশ।
খুলনা গেজেট/ টিএ