খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

শ্রীলঙ্কায় খাদ্য সংকট, চালের কেজি ৫০০টাকা

আন্তর্জা‌তিক ডেস্ক

শ্রীলঙ্কায় ক্রমবর্দ্ধমান বেকারত্ব এবং খাদ্যের গভীর সংকট তৈরি হয়েছে৷ সারা দেশে লেগেছে হাহাকার৷ দেশটিতে প্রচণ্ড হারে বেড়েছে খাদ্য-পানির দাম৷ শ্রীলঙ্কার তামিলরা এখন ভারতে আসার চেষ্টা করছেন৷ ইতিমধ্যেই শ্রীলঙ্কার ১৬ জন ভারতে ঢুকেছেন৷ তারা শরণার্থী হিসেবে ভারতে ঢুকছেন ৷

দেশটি থেকে ভারতে যাওয়া শরণার্থীরা জানিয়েছেন সেখানে চাল প্রতি কেজিতে শ্রীলঙ্কার মুদ্রায় ৫০০ টাকা অবধি পৌঁছেছে৷ ৪০০ গ্রাম পাউডার দুধের দাম ৭৯০ টাকা৷ এক কেজি চিনির দাম ২৯০ টাকা৷ ১৯৮৯ সালে গৃহযুদ্ধের সময় যেভাবে মানুষ পালাত এবারেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে৷

মঙ্গলবার শ্রীলঙ্কান শরণার্থীদের দুটি দল ভারতের তীরে এসে পৌঁছেছে৷ ছয়জনের একটি দল রামেশ্বর এলাকায় আসছিল সে সময় ভারতীয় কোস্ট গার্ড বাহিনী তাদের বাঁচায়৷ নৌকাটি ফোর্থ আইল্যান্ডে ফেঁসে গিয়েছিল৷ শরণার্থীরা শ্রীলঙ্কার উত্তর জাফনা এলাকা থেকে আসছে৷

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী তামিলনাড়ু পুলিশ জানিয়েছে শ্রীলঙ্কায় গভীর সংকট তৈরি হয়েছে৷ তাই দেশটির শরণার্থীরা ভারতে ঢুকছে৷ শ্রীলঙ্কার উত্তরদিকে তামিল প্রভাবিত এলাকা রয়েছে৷ তামিলনাড়ু ইন্টেলিজেন্সের সূত্র মতে এটা শুধুমাত্র সূচনা৷ এখনও ওখান থেকে অনেক মানুষ আসবেন৷ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি আরও ২০০০ শ্রীলঙ্কান শরণার্থী ভারতে ঢুকবেন৷

শ্রীলঙ্কার কাছে বিদেশি মুদ্রার ভাণ্ডার শেষ হয়ে গেছে৷ জরুরি সামগ্রী বাইরে থেকে আনার জন্যও উপযুক্ত টাকা নেই৷

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!