খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর তেলগাতিতে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

 নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, দেহ ও মন সুস্থ রাখতে সকলের খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে, তেমনিভাবে সকল কাজের উদ্যমী হওয়ার শক্তি পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত ক্রীড়ার কোন বিকল্প নেই।

তিনি বুধবার (২৬ এপ্রিল) রাতে খুলনার যোগীপোল ইউনিয়নের তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তেলিগাতি পূরবী সংঘের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও এলাকার গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বেশি হয়। শিক্ষার মান উন্নয়নে ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম শ্রেণি পর্যন্ত বিণামূল্যে বই বিতরণ করে যাচ্ছেন। মানুষের চিকিৎসা লাঘবে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং যাতায়াতের সুবিধার জন্য রূপসা সেতু ও মোংলা পর্যন্ত রেল সেতু নির্মাণ করছে। তিনি আরও বলেন, এ সরকার ক্ষমতায় আসার পরে দেশের বিভিন্ন অঞ্চলে ৫৬০টি মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে।

তেলিগাতি পূরবী সংঘের সভাপতি মোঃ আফজাল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, সমাজসেবক শেখ জাহিদ ইকবাল, কাজী শহীদুল ইসলাম টিটো প্রমুখ। এসময় তেলিগাতি পূরবী সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।- তথ্য বিবরণী

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!