খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

শ্রমিক নেতা আব্দুস সোবহানের ১৮তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

গেজেট ডেস্ক

জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের ১৮তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। ২০০৬ সালের ১৬ জুলাই তিনি ইন্তেকাল করেন। মরহুম আব্দুস সোবহান খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পিতা।

শ্রমিক নেতা আব্দুস সোবহান ছিলেন মুজিব আদর্শের একজন সাহসী সৈনিক ও দলের দু:সময়ের একজন নির্লোভ ত্যাগী সংগঠক। তিনি তার জীবদ্দশায় বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলো তখন তিনি পরিবার ও জীবনের মায়া ত্যাগ করে দলীয় কার্যালয়ে রাতে ঘুমিয়ে পাহারা দিতো, বর্তমান সময়ের অনেক নেতাকর্মীর কাছে সেটা অজানা। শ্রমিক রাজনীতি করার ফলে সব সময় শ্রমিকদের দাবি দাওয়া ও অধিকার নিয়ে কাজ করে গেছেন তিনি। আজ তার ১৮তম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করছি। শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আসাদুজ্জামান রাসেল ব্লাড ব্যাংকে উদ্যোগে দুপুরে নগরীর রেলস্টেশনে দোয়া ও খাবার বিতরণ এবং তার পরিবারের পক্ষথেকে কোরাআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!