সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী ও ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটক ৩ মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে সহিলউদ্দীন শেখের ছেলে আনোয়ার হোসেন ও মাজেদ গাজীর ছেলে মনিরুল ইসলাম এবং দাতিনাখালি গ্রামে আবু সানা গাজীর ছেলে খলিল গাজী। সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী হলো একই উপজেলার পরানপুর গ্রামের আফছার গাজীর ছেলে গোলাম মোস্তফা এবং পানখালী গ্রামের মৃত ছবেদ গাজীর ছেলে খান বাহাদুর গাজী।
পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সোনাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাজা সহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক রোকন মিয়ার নেতৃত্বে পুলিশ যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদসহ মনিরুল ইসলাম ও খলিল গাজীকে গ্রেফতার করে।
অপরদিকে থানার উপ-পরিদর্শক মাজাহারের নেতৃত্বে পুলিশ ৬ মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোলাম মোস্তফাকে পরানপুর গ্রামের নিজ বাড়ি হতে এবং পানখালী গ্রামের মৃত ছবেদ আলী গাজীর ছেলে খান বাহাদুরকে গ্রেফতার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
খুলনা গেজেট/এনএম