খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

শ্যামনগরে প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্টি পরিবারের মাঝে জরুরি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স শ্যামনগর নতুন রেজিষ্ট্রি ভবন সংলগ্ন নিজস্ব ভবনে বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করে।

লিডার্স এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত শ্যামনগর সদর ইউনিয়নের ৭৮ প্রান্তিক জনগোষ্টি যুবদের মাঝে ৩ কিস্তিতে নগত ৫ লক্ষ ৮৫ হাজার টাকা জরুরি অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিডার্স এর পরিচালক মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি সদস্য রাম কৃষ্ণ মন্ডল, শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ মোমিনুর রহমান, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী শওকৎ হোসেন, ফিল্ড ফ্যাসিলিলেটর সাদ্দাম হোসেন, বাবর আলী, সীমা মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্টি পরিবারের যুবদের মাঝে পরিস্থিতি মোকাবেলায় তিন কিস্তির সর্বশেষ কিস্তির ২৫০০ টাকা করে প্রদান করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!