খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
  ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিটের আদেশ কাল

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখ (৩৭) কে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটার দিকে জাহাজঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল ও রশিসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের হোসেন আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, শ্যামনগরের জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে ট্রাক আড় করে দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি অভিজানি দল শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে সড়কের উপর আড় করা একটি ট্রাক আটক করে। পরে ওই ট্রাকের ভেতরে থাকা চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, রশি ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

আটক বশির শেখকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, তাঁরা এই ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক বশির শেখকে শ্যামনগর থানায় ডাকাতি প্রস্তুতির মামলায় রজু করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পিসিপিআর যাচাই করে দেখা যায়, আসামি বশির শেখের বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা, রূপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!