সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশনসহ নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব, র্যাবের ডিএডি মোঃ সেলিম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, ডা. মাহফুজুর রহমান, র্যাবের উপ-পরিদর্শক মাহবুবুল আলম, মেহেদী হোসেন প্রমুখ।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের প্রধান মোঃ আছাদুজ্জামান জানান, এবারের অভিযান শাস্তিমূলক নয়, বরং সতর্কতামূলক। এ্যানেসথেশিয়া, পোস্ট অপারেটিভ ইউনিট উন্নতকরণ এবং সার্বক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসক ও সেবিকার অবস্থান নিশ্চিত না হলে পরবর্তীতে উক্ত ক্লিনিক বন্ধ করে দেয়া হবে।
পর্যায়ক্রমে শ্যামনগর উপজেলার অন্যান্য সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলাের গুনগত মান যাচাইয়ে অভিযান পরিচালনা হবে বলেও সতর্ক করেন তিনি।