সাতক্ষীরা থেকে চাঞ্চল্যকর শিশু সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
সূত্রে জানা যায়, ১২ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে শিশু সুমাইয়া সুলতানা (২৮ দিন) কে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। পরবর্তীতে নিহত শিশু সুমাইয়ার মা মোছাঃ আফরোজা খাতুন, পিতা-মোঃ আমিনুর রহমান, সাং-যতীন্দ্রনগর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, বাদী হয়ে আসামী মোঃ আজাদ আলী গাজীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় ১টি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১৭, তারিখ- ১৪/০৭/২০২১। এ চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকান্ডের পর হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব শুরু থেকেই এ হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চালায়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ ( সাতক্ষিীরা ক্যাম্প) এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নিহত শিশু সুমাইয়া হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ আজাদ আলী গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন যতীন্দ্রনগর এলাকায় অবস্থান করছে। পরে ১৪ জুলাই দেড়টায় র্যাব নিহত শিশু সুমাইয়া হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ আজাদ আলী গাজী (৪৫), পিতা- মৃত জব্বার গাজী, সাং- যতীন্দ্রনগর, থানা- শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ টি আই