খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে সিরাজুল আলম দাদা ভাই

গেজেট ডেস্ক

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক  এ তথ্য জানিয়েছেন।

নাজমুল হক বলেন, সিরাজুল আলম খান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েও উন্নতি হচ্ছিল না। সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হামিদ টাবলুর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতালে সিরাজুল আলমের সঙ্গে থাকা রুবেল বলেন, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, প্রস্রাবে জটিলতা নিয়ে সকালে ওনাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সিরাজুল আলম খান কখনো জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা-বিবৃতি দিতেন না। আড়ালে থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান তিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!