খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

শোকাবহ আগস্ট সহ খুলনা মহানগর আ’লীগের ৪০ দিনের কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক

শোকাবহ মাস আগস্ট সহ ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে ০১ আগস্ট ’২২ সোমবার সকাল ০৯টায় কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলণ, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল-এর জন্ম বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল।

৮ আগস্ট সোমবার বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

১১ আগস্ট  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা এস এম এ রব-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল।

১৩ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি। ১৪ আগস্ট সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল।

১৫ আগস্ট সোমবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ এবং সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৯টায় শোক র‌্যালী, র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর আওয়ামী লীগ কার্যালয়সহ নগরীর প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কোরআন তেলোয়াত ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার। এছাড়া নগরীর প্রত্যেক ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ স্ব স্ব থানায় অনুরুপ কর্মসূচি পালন করবে।

১৭ আগস্ট বুধবার দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গ্রেনেড হামলা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২১ আগস্ট রবিবার বিকাল ৪টায় শহীদ হাদিস পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৩ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল।

২৪ আগস্ট সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল।

২৫ আগস্ট বৃহস্পতিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী শুরু হয়ে শামসুর রহমান রোডে অকুস্থলে মঞ্জুরুল ইমামের প্রতিকৃতিতে মাল্যদান, মাল্যদান শেষে বয়রায় মরহুমের কবর জিয়ারত এবং মুন্সি বাড়ি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এবং ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম কুটু’র শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষ্যে ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করবে।

উল্লেখিত কর্মসূচিতে সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সকল ওয়ার্ড মিছিল সহকারে অংশ গ্রহণ করার জন্য বিশেষ আহবান জানানো যাচ্ছে।

এছাড়া সকল সহযোগী সংগঠন স্ব স্ব ব্যানারে উল্লেখিত কর্মসূচির আগে ও পরে ৪০ দিনের কর্মসূচি পালন করবে।

সহযোগী সংগঠনের গৃহীত কর্মসূচির তারিখ ও সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তরকে অবশ্যই অবহিত করতে হবে। এছাড়া প্রতিদিন মহানগরের প্রত্যেক ওয়ার্ডে ২ আগস্ট হতে শোক সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!