খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
শোক দিবসের প্রস্তুতি সভায়

শোককে শক্তিতে রূপান্তর করে দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : সালাম মুর্শেদী

তেরখাদা প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘শোককে শক্তিতে রূপান্তর করে দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনা মহামারীর কারণে এবারের কর্মসূচিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। তবে বঙ্গবন্ধুর আদর্শ ও তার স্বপ্ন বাস্তবায়নে সকলকে একত্রে কাজ করতে হবে।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে সোমবার বেলা ১১টায় তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে পরিচালনায় সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আ’লীগের সাবেক সদস্য মোল্যা এমদাদুল হক, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ শারাফত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহাসিন, কৃষ্ণ মেনন রায়, উকিল উদ্দিন লস্কর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহমেদ, আ’লীগ নেতা শেখ মোঃ তবিবুর রহমান, এম ফরিদ আহমেদ, হাজী মকবুল হোসেন, অনাদী মোহন বিশ্বাস, সমীর কৃষ্ণ ঢালী, শংকর কুমার বালা, আক্তারুজ্জামান জুন, রেজাউল ভূইঁয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান হিরাঙ্গীর, কৃষক লীগ নেতা এসএম নাজমুল ইসলামসহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা দুরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে তেরখাদা উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ভার্স্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহেদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যা কেএম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরেবিন্দু প্রসাদ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, আজগড়া ইউপি চেয়ারম্যানর কৃষ্ণ মেনন রায়, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসিন, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কর, শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, সরকারি উখড়ি কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনসহ তেরখাদার জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক ও উন্নয়ন কর্মী প্রমুখ।

অনুরুপভাবে গতকাল বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আনিসুল হকের সভাপতিত্বে মোঃ রিয়াজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চান মিয়া মুন্সী, মোঃ মিরাজ হোসেন, মোঃ হোসেন মোল্যা, খোকন মোল্যা, মোঃ ফেরদাউস বিশ্বাস, মোঃ মশিউর রহমান, মোঃ গোলাম শিকদার, ডাঃ মোঃ পারভেজ ও এরশাদ শেখ প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!