ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দারুণ মৌসুম কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি। দলটির ধারেকাছেও নেই কোনো ক্লাব। ইপিএলে উড়তে থাকা সিটি চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে জয় পেলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ফিল ফোডেনের গোলে রক্ষা পায় দলটি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজেদের মাঠে বরুশিয়ার বিপক্ষে খেলতে নামে ম্যানসিটি। ম্যাচের ১৯ মিনিটের সময় কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। শেষ বাঁশি বাজার ঠিক ৬ মিনিট আগে বরুশিয়ার মার্কো রুয়েস গোল দিয়ে সমতা আনেন। ঠিক ৯০ মিনিটের সময়ে সিটির ত্রাতা হয়ে আসেন ফিল ফোডেন। গোল দিয়ে এনে দেন কাঙ্ক্ষিত জয়।
খুলনা গেজেট/কেএম