খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

শেষ মুহূর্তের পেনাল্টিতে পয়েন্ট খোয়াল লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতে হোঁচট খেল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ব্রাইটনের মাঠে স্থানীয় সময় শনিবার দুপুরে হওয়া ম্যাচটি ১-১ ড্র হয়। দিয়োগো জোতার গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন পাসকাল গ্রস।

সব প্রতিযোগিতা মিলে দলটির বিপক্ষে টানা নয় জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল। এই ড্রয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে শিরোপাধারীরা। তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আতালান্তার বিপক্ষে ২-০ গোলে হারা লিভারপুল পঞ্চম মিনিটে পায় প্রথম সুযোগ। তবে নিজেদের অর্ধ থেকে ফাবিনিয়োর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাইরে শট নেন মোহামেদ সালাহ।

একাদশ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ব্রাইটনের অ্যারন কনোলি। প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি এই আইরিশ ফরোয়ার্ড। ২০তম মিনিটে স্পট কিকে বল বাইরে মেরে স্বাগতিকদের হতাশ করেন নিয়াল মাউপে। ডি-বক্সে কনোলিকে লিভারপুলের ডিফেন্ডার নেকো উইলিয়ামস ফাউল করলে পেনাল্টি পেয়েছিল ব্রাইটন। ৩৫তম মিনিটে সালাহ বল জালে পাঠালেও অফ সাইডের কারণে গোল পায়নি লিভারপুল। বিরতির আগে জোতার শট ফেরান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন জোতা। সালাহর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ৮৪তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন দ্বিতীয়ার্ধে সালাহর বদলি নামা সাদিও মানে। তবে ভিএআরের সাহায্যে অফ সাইডের বাঁশি বাজান রেফারি।

যোগ করা সময়ে আরেকটি পেনাল্টি পায় ব্রাইটন। এবার সফল স্পট-কিকে দলকে পয়েন্ট এনে দেন জার্মান মিডফিল্ডার গ্রস। ড্যানি ওয়েলবেককে অ্যান্ড্রু রবার্টসন ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

১০ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে টটেনহ্যাম হটস্পার। ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে ব্রাইটন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!