খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

শেষ মুহুর্তেও ক্রেতা নেই হাটে : বিপাকে বিক্রেতারা

মোংলা প্রতিনিধি

ঈদের বাকি আর মাত্র এক দিন। তাই শেষ মুহুর্তে সকাল থেকে শহরের চটেরহাটে বসেছে কোরবানির পশুর হাট। তবে শেষ মুহুর্তে ব্যবসায়ীরা বাজারে গুরু এনে পড়েছে বিপাকে। ক্রেতা নাই এবং দামও অনেক কম তাই লোকসানের আশঙ্কা করছে গরু ব্যাবসায়ীরা। এদিকে করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধি না মেনেই মোংলায় পশু হাটে ভিড় জমাচ্ছে মানুষ, আর এতে করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

বাজারে গরু ক্রেতা হুমায়ুন কবির বলেন, ‌’ঈদের বাকি মাত্র একদিন, তাই কোরবানীর জন্য এর আগে গরু কিনি নাই। এই বাজারে ছোট বড় অনেক গরু রয়েছে, দামও কম তাই এ বছরের ঈদুল আজহার জন্য গরু কিনতে এসে কম দামে পেয়ে অনেক খুশী আমরা।’

অপারদিকে, পশুর হাটে সামাজিক দুরত্ব না মেনে বাজারে ক্রেতা বিক্রেতারা ছুটে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের নজরদারি ছাড়া স্বাস্থ্যবিধি না মেনে মানুষের সমাগম ঘটিয়ে পশু হাটের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন নাগরিকরা।

বাজার এলাকার বাবুল জোমাদ্দার বলেন, ‘এ বছরের ঈদের পশু কেনা কাটার জন্য বাজারে আজই বেশী গরু ছাগল এসেছে। কিন্ত বিক্রেতা বেশী-ক্রেতা কম মনে হচ্ছে, তার পরেও ছোট্ট বাজার, এখানে গা ঘেসা-ঘেষী করে মানুষ চলাচল করছে। মরণ ধাতক করোনা ভাইরাসের জন্য একটা ঝুঁকি বলে আমরা মনে করি।’

বাজারের মোস্তফা কামাল ইজারাদর বলছে, ‘এ অঞ্চলের মানুষের বাজারটি দীর্ঘদিনের পরিচিত। শুধু গরু ছাগল নয় এখানে মানুষের চাহিদা মাফিক সব কিছুই পাওয়া যায়। তবে কোরবানীর জন্য সবে মাত্র বাজারটি জমজমাট হয়েছে, এখানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাজারে তাদের লোক রয়েছে হ্যান্ড মাইক দিয়ে সার্বক্ষনিক সচেতন করা হচ্ছে এবং তাদের তরফ থেকে বাজারে আসা সকলের কাছে মাক্স বিতরণ করা হচ্ছে।’

এদিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছে, ‘ঈদের শেষ মুহুর্তে পশু বিক্রির হাটে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে, মানুষের ভিড়ে অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না, তবে তাদের অভিযান এবং মানুষকে সচেতন করার চেষ্টা অব্যাহত রয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!