সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা-দ্বিতীয় ইনিংসে ৫০/২ (১৯ ওভার) ;বাংলাদেশ- প্রথম ইনিংসে ৪৬৫ ; শ্রীলঙ্কা- প্রথম ইনিংসে ৩৯৭
অপরাজিত দিমুথ করুনারত্নর সঙ্গী হন কুশল মেন্ডিস। মেন্ডিস নাইটওয়াচম্যান অ্যাম্বুলদেনিয়ার জায়গায় ব্যাটিংয়ে নামেন। ১৯ রানে দিন শুরু করেন করুনা। শ্রীলঙ্কার লিড পেতে আরও ২৯ রান প্রয়োজন।
জয়ে চোখ বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন বৃহস্পতিবার (১৯ মে) মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্রুত উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে লিটন দাস জানিয়েছেন, তারা শ্রীলঙ্কার উইকেটগুলো দ্রুত তুলে নিতে চান। আজ দিনেও ম্যাচ বের করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। মাঠে তারা সেই চেষ্টাই করবেন।
চতুর্থ দিন শেষে
নাইটওয়াচম্যান অ্যাম্বুলদেনিয়া আউট হতেই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। ওশাদা ফার্নান্দোকে সরাসরি থ্রোতে রানআউটের পর অ্যাম্বুলদেনিয়াকে বোল্ড করেন তাইজুল। শেষ বিকেলে বাংলাদেশ শিবির উল্লাসে ভাসে তাইজুল ম্যাজিকে। বাংলাদেশের ৫৮ রানের লিডের বিপরীতে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৯ রান। করুনারত্ন অপরাজিত আছেন ১৯ রানে। বাংলাদেশএগিয়ে আছে ২৯ রানে। এর আগে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৪৬৫ রান করে। লিড দাঁড়ায় ৬৮ রান।